Page 1 of 1

বাংলাদেশের জাতীয় জাদুঘর ও জাতীয় মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন

Posted: Sat Feb 27, 2021 2:35 pm
by zahangir
জাতীয় মসজিদ
১.বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী?
-বায়তুল মোকাররম মসজিদ।
২.বায়তুল মোকাররম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
-২৭ জানুয়ারি ১৯৬০।
৩.বায়তুল মোকাররম মসজিদ কোথায় অবস্থিত?
-ঢাকায়।
৪.বায়তুল মোকাররম মসজিদের স্থপতি কে?
-আবুল হুসাইন থারিয়ানি।
৫.জাতীয় মসজিদে কবে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়?
-২৫ জানুয়ারি ১৯৬৩।
৬.বায়তুল মোকাররম মসজিদকে কবে জাতীয় মসজিদ ঘোষণা করা হয়?
-১৯৮২ সালে।
৭.বায়তুল মোকাররম মসজিদের রক্ষণাবেক্ষণ করে কোন সংস্থা?
-ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
৮.মসজিদ কমপ্লেক্সটির মোট জমির পরিমাণ কত?
-৮.৩০ একর।
৯.মসজিদ ভবনটি কত তলা বিশিষ্ট?
-সমগ্র মসজিদ ভবন সর্বমোট আটতলা।

জাতীয় কবি
১.বাংলাদেশের জাতীয় কবি কে?
-কাজী নজরুল ইসলাম।
২.কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
-১৮৯৯ সালের ২৪ মে।
৩.জাতীয় কবির ডাক নাম কি ছিল?
-দুখু মিঞা
৪.কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে স্থায়ীভাবে ঢাকায় নিয়ে আসা হয় কবে?
-২৪ মে ১৯৭২।
৫.কখন কবি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়?
-২৪ মে ১৯৭২
৬.কবি কাজী নজরুল ইসলামকে কবে নাগরিকত্ব প্রদান করা হয়?
-১৮ ফেব্রুয়ারি ১৯৭৬
৭.কবি নজরুল কবে ইন্তেকাল করেন?
-২৯ আগস্ট ১৯৭৬
৮.ঢাকা বিশ্ববিদ্যালয় কবে কবি কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে?
-৯ ডিসেম্বর ১৯৭৪।