Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6811
১.সোহরাওয়ার্দী মন্ত্রীসভা গঠিত হয় কবে?
-২৪ এপ্রিল ১৯৪৬।
২.প্রথমে সোহরাওয়ার্দীর মন্ত্রিসভার সদস্য ছিল কত?
-৯ জন। যথা:
১.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২.খান বাহাদুর মোহাম্মদ আলী
৩.খান বাহাদুর সৈয়দ মোয়াজ্জেম হোসেন
৪.আহমেদ হোসেন
৫.যোগেন্দ্রনাথ মন্ডল
৬.খান বাহাদুর আবদুল গোফরান
৭.খান বাহাদুর আবুল ফজল
৮.মোহাম্মদ আবদুর রহমান
৯.শামসুদ্দিন আহমেদ
২.অখন্ড বাংলার শেষ মুখ্যমন্ত্রী/প্রধানমন্ত্রী কে?
-হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৩.সোহরাওয়ার্দী পুনর্গঠিত মন্ত্রিসভার সদস্য ছিল কত?
-১০ জন। যথা:
১.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২.মোহাম্মদ আলী
৩.সৈয়দ মোয়াজ্জেম হোসেন
৪.আহমেদ হোসেন
৫.আবদুল গোফরান
৬.শামসুদ্দিন আহমেদ
৭.তারকানাথ মুখার্জী
৮.নগেন্দ্র নারায়ণ রায়
৯.ফজলুর রহমান
১০.দ্বারকানাথ বাড়ৈ

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]