Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6810
১.বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন কে?
-হাজী শরীয়তউল্লাহ
২.বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ কোনটি?
-পুন্ড্র
৩.বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী?
-কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
৪.আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি?
-সোনার চর বনাঞ্চল।
৫.বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ডাক ভবন এর অবস্থান কোথায়?
-আগারগাঁও, ঢাকা
৬.বাংলাদেশের রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায়?
-হালিশহর, চট্টগ্রাম।
৭.জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান ও প্রথম নারী চেয়ারম্যান কে?
-নাছিমা বেগম।
৮.বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মোট জাহাজের সংখ্যা কতটি?
-৮টি।
৯.সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
-কাপ্তাই, রাঙামাটি।
১০.বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
-১০৪টি।
১১.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
-২ অক্টোবর ২০১৯।
১২.দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়?
-হাকিমপুর, দিনাজপুর।
১৩.পলাশী থেকে ধানমন্ডি চলচিত্রের পরিচালক কে?
-আব্দুল গাফফার চৌধুরী।
১৪.বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমান সদস্য সংখ্যা কত?
-৩৫০ জন।
১৫.বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সর্বপ্রথম তৃতীয় লিঙ্গ কোটা চালু হয়?
-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ।
১৬.বর্ণালী ও শুভ্রা কী?
-উন্নতজাতের ভুট্টা
১৭.বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
-জেমস রেনেল
১৮.বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই?
-রাষ্ট্রপতি।
১৯.রংপুর বিভাগের জেলার সংখ্যা কতটি?
-৮টি।
২০.নাথান কমিশন কবে গঠিত হয়?
-১৯১২ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    161 Views
    by shahan
    0 Replies 
    397 Views
    by tamim
    0 Replies 
    273 Views
    by mousumi
    0 Replies 
    4483 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4735 Views
    by bdchakriDesk

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]