Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6808
তৃষ্ণা
পিপাসা, তেষ্টা, তিয়াস, জলপানের ইচ্ছা, ভোগ করার ইচ্ছা।
দোকান
বিপণী, আপণ, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা, পণ্যশালা।
দেহ
গা, গাত্র, অঙ্গ, কায়, কায়াম কলেবর, তনু, শরীর।
ধবল
সাদা, শ্বেত, সিত, শুল্ক, শুভ্র, শুভ্রতা।
নদী
স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিণী, শৈবালিনী, কল্লোলিনী।
নিগ্রহ
দন্ড, শাসন, শৃঙ্খলা, দমন, কষ্ট, নিরোধ।
পৃথিবী
ধরা, ধরিণী, ধরিত্রী, মহী, মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, পৃথ্বী
পর্বত
পাহাড়, অচল, গিরি, ভূধর, শৈল, অদ্রি, নগ, শৃঙ্গ, শিখরী
পাখি
পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, পতত্রী, খগ।
পিতা
বাপ, আব্বা, বাবা, জনক, জন্মদাতা, জনিতা, জননিয়তা।
পুষ্প
ফুল, কুসুম, প্রসূন, রঙ্গন।
বিদ্যুৎ
বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, শম্পা।
বাতাস
বায়ু, বাত, অনিল, পবন, হাওয়া, সমীরণ, সমীর, গন্ধবাহ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1132 Views
    by rafique
    0 Replies 
    1099 Views
    by kajol
    0 Replies 
    1343 Views
    by sajib
    0 Replies 
    942 Views
    by kajol
    0 Replies 
    378 Views
    by tasnima

    ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিধিমোতাবেক উপজেল[…]

    সরকারি বিধিমোতাবেক উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ […]

    হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় (বড়ঘাট), ডাকঘর: গৌর[…]