Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6806
১.বাংলাদেশ জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
-শাহবাগ, ঢাকা ।
২.বাংলাদেশ জাতীয় জাদুঘরের পূর্বনাম কী?
-ঢাকা জাদুঘর।
৩.ঢাকা জাদুঘরের নাম পরিবর্তন করে কবে বাংলাদেশ জাতীয় জাদুঘর উদ্বোধন করা হয়?
-১৫ নভেম্বর ১৯৮৩।
৪.বাংলাদেশ জাতীয় জাদুঘরভিত্তিক ত্রৈমাসিক পত্রিকার নাম কী?
-জাদুঘর সমাচার।
৫.বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি কে?
-মোস্তফা কামাল ।
৬.বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা কি কি?
-১.আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা
২.জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম
৩.ওসমানী জাদুঘর, সিলেট
৪.জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ
৫.সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর, কুষ্টিয়া
৬.পল্লীকবি জসীমউদ্দীন জাদুঘর, ফরিদপুর

জাতীয় স্মৃতিসৌধ
১.জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
-সাভারের নবীনগরে।
২.জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩.কবে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়?
-১৬ ডিসেম্বর ১৯৭২ ।
৪.জাতীয় স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে ও কবে?
-লে. জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ।
৫.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
-সৈয়দ মাইনুল হোসেন।
৬.জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
-সম্মিলিত প্রয়াস ।

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]