Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#123
* চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

* বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ প্রথম প্রকাশিত হয়- বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে (১৯১৬ সালে)।

* বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ চর্যাপদ (রচনাকাল-৬৫০-১২০০)।

* বাংলা সাহিত্যে প্রাচীন যুগের প্রথম কবি লুইপা (৮ম শতক)।

* বাংলা সাহিত্যে মধ্য যুগের প্রথম কবি- বড়ু চণ্ডীদাস।

* খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য (অপরনাম-শ্রীকৃষ্ণসন্দর্ভ)।

* সর্বজনস্বীকৃত বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য (রচয়িতা-বড়ু চণ্ডীদাস)।

* বাংলা সাহিত্যের প্রথম রাজধানী বা কেন্দ্রবিন্দু ছিল- আরাকান রাজসভা বা রোসাঙ্গ রাজসভা।

* বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাঁথা হল- প্রভাবতী সম্ভাষণ (প্রকাশকলি-১৮৯২)।

* বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাঁথা রচনাকারী- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

* বাংলা ভাষায় লৌকিক কাহিনির প্রথম রচয়িতা- দৌলত কাজী

* বাংলা উপন্যাসের প্রথম ঠগ চরিত্র- ঠকচাচা (“আলালের ঘরের দুলাল” উপন্যাসের চরিত্র)।

* বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ হলো- বীরবলের হালখাতা (রচয়িতা- প্রমথ চৌধুরী)।

* বাংলা সাহিত্যে প্রথম 'গীতিকবিতা' রচনা করেন- বিহারীলাল চক্রবর্তী (জন্ম-১৮৩৫, মৃত্যু-১৮৯৪)।

* বাংলায় প্যারোডিধর্মী সাহিত্যের প্রথম সূচনা করেন- দ্বিজেন্দ্রলাল রায় (জন্ম-১৮৬৩, মৃত্যু-১৯১৩)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1083 Views
    by rafique
    0 Replies 
    1173 Views
    by sajib
    0 Replies 
    812 Views
    by kajol
    0 Replies 
    457 Views
    by mousumi
    0 Replies 
    202 Views
    by shanta

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]