Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6775
১.বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয় কবে?
-৩ সেপ্টেম্বর ১৯৯২ ।
২.ঢাকা টেলিযোগাযোগ অঞ্চলকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
-২ ভাগে। যথা:
১.ঢাকা দক্ষিণ ও
২.ঢাকা উত্তর
৩.বাংলাদেশে প্রথম বেসরকারি টেলিফোন সংস্থার নাম কী?
-বাংলাদেশ রুর‌্যাল টেলিকম অথরিটি।
৪.ঢাকায় কবে প্রথম সেলুলার পদ্ধতির টেলিফোন চালু হয়?
-৮ আগস্ট ১৯৯৩।
৫.বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
-৪ জানুয়ারি ১৯৯০।
৬.বাংলাদেশের কোন উপজেলায় প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয়?
-রংপুরের মিঠাপুকুরে।
৭.বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলেক্স এক্সচেঞ্জ স্থাপিত হয় কবে?
-১৯৮১ সালে ।
৮.স্বয়ংক্রিয় ডিজিটাল আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্সচেঞ্জ কবে কোথায় স্থাপিত হয়?
-১৯৮৩ সালে, ঢাকায়।
৯.দেশের সকল ডিজিটাল ফোনে এনডব্লিউডি সুবিধা চালু হয় কবে?
-৯ ফেব্রুয়ারি ২০০৪।

ডাকটিকিট
১.উপমহাদেশে প্রথম ডাকটিকিট চালু হয় কবে?
-১ অক্টোবর ১৮৫৪ ।
২.বাংলাদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কবে?
-২৯ জুলাই ১৯৭১।
৩.বেসরকারিভাবে জাতীয় ডাকটিকিট দিবস পালিত হয় কবে?
-২৯ জুলাই।
৪.প্রথম ডাকটিকিট প্রকাশ করে কোন সরকার?
-মুজিব নগর সরকার।
৫.বাংলাদেশের প্রথম বা মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে?
-বিমান মল্লিক
৬.বিমান মল্লিক কত সালে জন্মগ্রহণ করেন?
-১৯৩৩ সালে।
৭.১৯৭১ সালে মুজিবনগর সরকার কত ধরনের ডাকটিকিট প্রকাশ করে?
-৮ ধরনের ।
৮.স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ১৯৭২
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    274 Views
    by raihan
    0 Replies 
    653 Views
    by sajib
    0 Replies 
    1063 Views
    by rajib
    0 Replies 
    318 Views
    by shohag
    0 Replies 
    427 Views
    by tamim

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]