Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6738
১.উপানুষ্ঠানিক শিক্ষা কি?
-আনুষ্ঠানিক শিক্ষার বাইরে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এবং পদ্ধতিগতভাবে বিন্যস্ত শিখন প্রক্রিয়া যা জীবনব্যাপী শিক্ষা পর্যন্ত বিস্তত।
২.উপানুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
-১৮ নভেম্বর ২০১৪।
৩.উপানুষ্ঠানিক শিক্ষার শ্রেণিবিভাগ কতটি?
-২টি। যথা:
১.প্রাথমিক শিক্ষা এবং
২.বয়স্ক ও জীবনব্যাপী শিক্ষা
৪.উপানুষ্ঠানিক শিক্ষার বয়সসীমা কত?
-প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৮ থেকে ১৪ বছর বয়সের শিশু এবং বয়স্ক জীবনব্যাপী শিক্ষার বয়সসীমা ১৫ ও তদূর্ধ্ব বয়সের নারী-পুরুষ।
৫.উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে?
-২৩ আগস্ট ২০১৬।
৬.বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে?
-১৯৯১

মাধ্যমিক শিক্ষা
১.মাধ্যমিক শিক্ষার ধাপ কতটি?
-৩টি। যথা:
১.নিম্ন মাধ্যমিক
২.মাধ্যমিক ও
৩.উচ্চ মাধ্যমিক
২.নিম্ন মাধ্যমিক শিক্ষার বয়সসীমা কত?
-১১-১৩+ বছর।
৩.মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বয়সসীমা কত?
-যথাক্রমে ১১-১৭+ বছর ও ১৬+১৭+ বছর।
৪.উচ্চ মাধ্যমিকে বর্তমানে শাখা কতটি?
-৬টি। যথা:
১.বিজ্ঞান
২.মানবিক
৩.ব্যবসায় শিক্ষা
৪.গার্হস্থ্য বিজ্ঞান
৫.সঙ্গীত ও
৬.ইসলাম শিক্ষা বিভাগ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    138 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1032 Views
    by rajib
    0 Replies 
    305 Views
    by shohag
    1 Replies 
    74 Views
    by bdchakriDesk

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]