Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#6722
১.নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে?
.১, .০০০৯, .০২০, .০০১
-.০০০০৯
ব্যাখ্যা:
সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম .১ ও ক্ষুদ্রতম .০০০৯।
এদের গুণফল ০.১x০.০০০৯=০.০০০০৯ ।
২. একটি কলমের দাম ১০ টাকা এবং ১০ টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত হবে?
-৩৩
ব্যাখ্যা:
১টি কলমের দাম ১০ টাকা
৩টি কলমের দাম (৩x১০) টাকা
=৩০ টাকা
সুতরাং ৩টি কলম ও ১০টি খামের দাম (৩০+৩) টাকা
=৩৩ টাকা
৩.একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?
-৫/৩
ব্যাখ্যা:
মোট সময় (৪+২) ঘন্টা
=৬ ঘন্টা
মোট দূরত্ব(৫+৫) মাইল বা
=১০ মাইল
সুতরাং গড় বেগ= ১০/৬
=৫/৩
৪.একটি কাজ ১৫ জন লোকে ১০ দিনে করতে পারে। কতজন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
-১৫০ জন
ব্যাখ্যা:
১০ দিনে একটি কাজ করে ১৫ জন লোকে
১ দিনে একটি কাজ করে (১৫x১০) জন লোকে
=১৫০ জন লোকে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3526 Views
    by apple
    0 Replies 
    809 Views
    by sajib
    0 Replies 
    566 Views
    by kajol
    0 Replies 
    556 Views
    by tamim
    0 Replies 
    436 Views
    by raja

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]