Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6707
প্যারিস চুক্তি ১৭৮৩
১.প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৩ সেপ্টেম্বর ১৭৮৩ ।
২.প্যারিস চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?
-মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়া।
৩.প্যারিস চুক্তির পক্ষ ছিল কারা?
-বিট্রেন ও যুক্তরাষ্ট্র।
৪.যুক্তরাষ্ট্রের কংগ্রেস অব কনফেডারেশন প্যারিস চুক্তি কবে অনুমোদন করে?
-১৪ জানুয়ারি ১৭৮৪।
৫.ব্রিটিশের রাজা প্যারিস চুক্তি কবে অনুমোদন করে?
-১২ মে ১৭৮৪ সালে।
৬.প্যারিস চুক্তির ফলাফল কী?
-আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি।

ভার্সাই শান্তি চুক্তি ১৯১৯
১.ভার্সাই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-২৮ জুন ১৯১৯।
২.ভার্সাই শান্তি চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী?
-জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিতকরণ এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানে বাধ্যকরণ।
৩.ভার্সাই শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-ফ্রান্সের ভার্সাই নগরীতে।
৪.ভার্সাই শান্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
-প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে।

ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮
১.ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।
২.ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড
৩.ক্যাম্প ডেভিড চুক্তির উদ্দেশ্য কী?
-মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ এবং শান্তি স্থাপন।
৪.ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে?
-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    901 Views
    by sajib
    0 Replies 
    1242 Views
    by rajib
    0 Replies 
    627 Views
    by kajol
    0 Replies 
    479 Views
    by shihab
    0 Replies 
    1027 Views
    by rafique

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]