Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6659
১.সোনালিকা ও আকবর কৃষিক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট কোনটি?
-উন্নত জাতের গমের নাম
২.কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি?
-৪ ডিগ্রি সে.
৩.ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-দ্য হেগ
৪.ইতিহাসের জনক কাকে বলা হয়?
-হিরোডোটাস।
৫.বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
-পুন্ড্র
৬.বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
-ভোলা
৭.বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
-আয়নোস্ফিয়ার
৮.জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
-অ্যান্থনিও গুতেরেস
৯.২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়?
-টোকিও
১০.কারা বর্গী নামে পরিচিত?
-মারাঠারা
১১.প্যাপিরাস কী?
-লেখনী
১২.বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
-এক কক্ষ
১৩.কোন নৃ-তাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন?
-স্যার জন মার্শাল দয়ারাম সাহনী।
১৪.বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
-১৫৩টি।
১৫.লালসালু উপন্যাসের পটভূমি কী?
-গ্রামীণ সমাজ
১৬.বিশ্বকাপ ফুটবল ২০১৮এর চ্যাম্পিয়ন কোন দেশ?
-ফ্রান্স।
১৭.বাংলাদেশের প্রথম শহিদ বুদ্ধিজীবী কে?
-ড. শামসুজ্জোহা
১৮.শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
-সোহরাওয়ার্দী উদ্যান।
১৯.কোন দেশে বাংলা একটি দাপ্তরিক ভাষা?
-সিয়েরা লিওন
২০.জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
-১৯৪৯ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    20 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    360 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]