Get on Google Play

প্রস্তুতি সহায়ক বই সমুহ ও সেগুলোর মান এবং সঠিক বই নিয়ে আলোচনা
#818
মাহমুদ হাসান হৃদয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাংলা:
১.বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
(সৌমিত্র শেখর)।
২.বাংলা ২য় বোর্ড বই
(৯ম-১০ম শ্রেণি)।
৩.লাল নীল দিপাবলী-
হুমায়ন আজাদ।

ইংরেজি :
১.English Grammar-P.C Das.
২.An Easy Approach Of English Literature- Aman & Shipon.
৩.ওরাকল প্রিলিমিনারী ইংরেজি।
৪. Word Smart.

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়:
১.আজকের বিশ্ব/নতুন বিশ্ব।
২.বাংলাদেশ ও বিশ্বপরিচয়(৯ম-১০ম শ্রেণি)।
৩.সংবিধান,সাংবিধানিক আইন ও রাজনীতি (মো: আব্দুল হালিম)।
৪.অর্থনৈতিক সমীক্ষা-২০১৭।
৫.বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র।

বিজ্ঞান :
১.সাধারণ বিজ্ঞান(৮ম,৯ম-১০ম শ্রেণি)।
২.প্রফেসরস বিজ্ঞান এম.সি.কিউ রিভিউ।

গনিত:
১.সাধারণ গণিত বই(৮ম,৯ম-১০ম শ্রেণি).।
২.ওরাকল প্রিলিমিনারী গনিত।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:
১.তথ্য ও প্রযুক্তি বই(৯ম-১০ম শ্রেণি)।
২.উচ্চ মাধ্যমিক কম্পিউটার ১ম ও ২য় পত্র।
৩.র‍্যাডিকেল কম্পিউটার গাইড।

ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা:
১.জর্জ ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা গাইড।
২.মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম)।

নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসন:
১.জর্জ নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন গাইড।
২.উচ্চ মাধ্যমিক পৌরনীতি ১ম ও ২য় পত্র।

এই তালিকায় সংযোজন,বিয়োজন হতে পারে।
আপনাদের কারো কাছে কোন বিষয়ে কোন বই ভাল লাগে,বলতে পারেন।

তাহলে সবাই একটা ভাল বুক লিস্ট পাবে।
সবার জন্য শুভকামনা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    599 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1437 Views
    by sajib
    0 Replies 
    1003 Views
    by kajol
    0 Replies 
    1600 Views
    by rajib
    0 Replies 
    601 Views
    by shohag

    প্রাইভেট কোম্পানীর অফিসিয়াল কাজে ৩ জন সহযোগী ও ম্[…]

    ঐতিহ্যবাহী বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, আড়[…]

    টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর উপজেলা সদরে অবস্থিত[…]

    মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর রাজস্ব […]