Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6654
১.বিশ্বের শ্রেষ্ঠ মাংস রপ্তানিকারক দেশ কোনটি?
-ব্রাজিল
২.যুক্তরাষ্ট্রের যে কোনো দুটি কসাইখানার নাম কী?
-শিকাগো, সেন্টলুই।
৩.আর্জেন্টিনার গবাদি পশু খামারগুলোকে কী বলে?
-ওস্টানশিয়া ও চাকরাস।
৪.ভারতের কোন ছাগল পশমের জন্য বিখ্যাত?
-কাশ্মীরী ছাগল
৫.সবচেয়ে বড় শিকারী পাখির নাম কী?
-ক্যানডোর
৬.মৌমাছির চোখ কয়টি?
-৫টি।
৭.কোন প্রাণী ডিম পাড়ে কিন্তু বাচ্চাকে স্তন পান করায়?
-অস্ট্রেলিয়ার প্লাটিপাস ।
৮.কানাডার আটলান্টিক তটের অদূরে প্রধান মৎস্যক্ষেত্রটির নাম কী?
-গ্রান্ড ব্যাঙ্ক।
৯.যেসব সামুদ্রিক মাছ পানির উপরে বাস করে তাকে কী বলে?
-পিলেজিক মৎস্য।
১০.ডেমার্সাল মৎস্য কী?
-সমুদ্রের গভীর ও গভীরতম অংশে বিচরণকারী মাছ।
১১.সুস্বাদু ক্যাভিয়ার কি দিয়ে তৈরি হয়?
-রয়েল স্টার্জনের ডিম দিয়ে ।
১২.পেঙ্গুইন কোন মেরুতে বাস করে?
-দক্ষিণ মেরুতে।
১৩.পৃথিবীর সবচেয়ে বিষাক্ততম প্রাণী কোনটি?
-বক্স জেলিফিশ।
১৪.অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর বিষাক্ত সাপ কোনটি?
-টাইপান।
১৫.অ্যামিবার চলন অঙ্গের নাম কী?
-ক্ষণপদ।
১৬.প্লাটিপাসের বায়ুথলি কোথায় থাকে?
-ফুসফুসের সাথে
১৭.বুকের হাঁটা প্রাণীদের মধ্যে বৃহত্তম প্রাণী কোনটি?
-কুমির
১৮.আমাশয় রোগ ছড়ায় কোন প্রাণী?
-এন্টামিবা
১৯.ডেঙ্গুজ্বরের জীবাণু বাহক কোনটি?
-এডিস মশা
২০.উট পাখি ঘন্টায় কতদূর দৌড়াতে পারে?
-প্রায় ৮০ কিমি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    657 Views
    by sajib
    0 Replies 
    456 Views
    by kajol
    0 Replies 
    1063 Views
    by rajib
    0 Replies 
    323 Views
    by shihab
    0 Replies 
    433 Views
    by tamim

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]