Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6639
১.হাঁসের অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ কোনটি?
-গ্লে রোগ।
২.হাঁসের প্লেগ রোগের টিকার নাম কী?
-ডাক প্লেগ।
৩.মরুভূমির বাহন বলা হয় কাকে?
-উটকে।
৪.সাগর গাভী নামে পরিচিত কোন প্রাণী?
-ডুগং।
৫.সামুদ্রিক ম্যানাটিস কে সাধারণত কি বলা হয়?
-মৎস্য কুমারী।
৬.ক্যাঙ্গারু লাফিয়ে চলে কিসের ওপর ভর করে?
-লেজের ওপর
৭.প্লাটিপাস পাওয়া যায় কোথায়?
-দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায়।
৮.অস্ট্রেলিয়ায় প্রাপ্ত ভালুকের মধ্যে এক প্রকার বৃক্ষচারী প্রাণী কি?
-কোয়েলা।
৯.বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কী?
-নীল তিমি
১০.বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর নাম কী?
-বৃহৎ কচ্ছপ।
১১.বিশ্বের উচ্চতম প্রাণীর নাম কী?
-জিরাফ
১২.বিশ্বের দ্রুততম প্রাণীর নাম কী?
-চিতাবাঘ
১৩.সর্ববৃহৎ স্থলচর প্রাণি কোনটি?
-আফ্রিকার হাতি।
১৪.কোন প্রাণি মুখ দিয়ে মল ত্যাগ করে?
-বাদুড়
১৫.কোন মাছ ইলেকট্রনিক শক দেয়?
-ইল মাছ
১৬.কোন মাছ উড়তে পারে?
-উড়ুক্ক মাছ
১৭.বিশ্বের সর্ববৃহৎ পাখি কী?
-উট পাখি
১৮.কোন পাখি কখনো বাসা তৈরি করে না?
-কোকিল।
১৯.বিশ্বের দ্রুততম সাপ কোনটি?
-কিং কোবরা।
২০.মাখন উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম?
-ভারত ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1357 Views
    by sajib
    0 Replies 
    949 Views
    by kajol
    0 Replies 
    1542 Views
    by rajib
    0 Replies 
    596 Views
    by shihab
    0 Replies 
    996 Views
    by tamim

    ধর্মপুর এডুকেশনাল এস্টেট (প্রভাতী-দিবা ও কারিগরি শ[…]

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মো[…]

    বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও […]

    শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় (EIIN: 106575), গ্রাম[…]