Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6625
১.চর্যাপদের পদকর্তা কতজন?
-২৪ জন
২.নীল দর্পন নাটকের রচয়িতা কে?
-দীনবন্ধু মিত্র
৩.গোবিন্দলাল, রোহিনী ও ভ্রমর চরিত্র তিনটি কোন উপন্যাসের?
-কৃষ্ণকান্তের উইল
৪.অভাগা যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়’ প্রবাদটির রচয়িতা কে?
-মুকুন্দরাম
৫.নিচের কোন জন একাধারে কবি ও চিত্র পরিচালক?
-কাজী নজরুল ইসলাম
৬.সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
-সিকান্দার আবু জাফর
৭.ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিস্তারিত?
-সাধু
৮.নিচের কোনগুলো উষ্ম বর্ণ?
-শ ষ স হ
৯.লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আগত?
-বর্মী
১০.অশ্রু শব্দের প্রতিশব্দ কোনটি?
-নীর
১১.কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
-সতীন
১২.ঝন ঝন করে কাচের গ্লাসটি ভেঙে গেল- এখানে ঝন্ ঝন্ –
-ধ্বন্যাত্মক অব্যয়
১৩.ণিজন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-ণিচ+অন্ত
১৪.হে কলম, উদ্ধত হয়ো না, নত হও, নত হতে শেখো। চয়িত কবিতাংশ টুকু কার লেখা?
-রফিক আজাদ
১৫.কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
-পাঠক
১৬.যাহা অধ্যয়ন করা হয়েছে – এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
-অধীত
১৭.নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
-ক্ষুদ্রার্থে
১৮.তামার বিষ কথাটির অর্থ কী?
-অর্থের কুপ্রভাব
১৯.তন্ময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-তৎ+ময়
২০.বায়স শব্দের সমার্থক শব্দ কী?
-কাক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]