Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6615
১.যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?
-রবার্ট কচ।
২.বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
-ড. আবদুল্লাহ আল মতী।
৩.পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি?
-জিওলজি।
৪.হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
-এস সি এফ হ্যানিমেন।
৫.ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?
-লিউয়েন হুক
৬.সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
-জ্যান্থোফিলের উপস্থিতির কারণে।
৭.সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
-ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।
৮.সবুজ প্লাস্টিডের নাম কী?
-ক্লোরোপ্লাস্ট।
৯.কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
-ক্রোমোপ্লাস্ট।
১০.জেনেটিক্স কী?
-প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যা ।
১১.মানবদেহে সাধারণভাবে কয় জোড়া ক্রোমোজোম থাকে?
-২৩ জোড়া।
১২.বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
-ফিরোজা বেগম
১৩.এডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম কী?
-ডলি
১৪.কোন দুটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়?
-কার্বন ডাই অক্সাইড।
১৫.বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
-টেট্রাফ্লরো ইথেন
১৬.ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ করা হয় তা কী?
-গামা রেস
১৭.ব্যাকটেরিয়া কোষে নিচের কোনটি উপস্থিত?
-ক্রোমাটিন বস্তু
১৮.মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
-পারকিনসন
১৯.নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
-নিপা পাম
২০.বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয়?
-এপিকালচার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]