Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6590
১.জোহরা উপন্যাসের লেখক কে?
-মোজাম্মেল হক
২.কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক?
-সাতেও না পাঁচেও না
৩.ক্ষণপ্রভার প্রতিশব্দ কোনটি?
-বিজলী
৪.সংবাদ প্রভাকর পত্রিকা কার সম্পাদনায় বের হতো?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫.জীবনানন্দ দাশের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
-ঝরা পালক
৬.বাংলার মিল্টন বলা হয় কোন লেখককে?
-হেমচন্দ্রকে
৭.বাক্যের মৌলিক উপাদান কী?
-বর্ণ
৮.সত্য সুন্দর দাস কার ছদ্মনাম?
-মোহিতলাল মজুমদার
৯.কোন বানানটি শুদ্ধ?
-শাশ্বত
১০.গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কী?
-অপরের অন্ধ অনুসরণ
১১.ভাষা আন্দোলনের ওপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কী?
-আরেক ফাল্গুন
১২.পর্বত শব্দটির সঠিক বহুবচন কোনটি?
-পর্বতমালা
১৩.কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ?
-ধরি মাছ না ছুই পানি
১৪.বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
-পদ
১৫.সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
-ধ্বনিতত্ত্ব
১৬.বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জণবর্ণ রয়েছে?
-৬টি।
১৭.নীলাম্বর কোন সমাস?
-কর্মধারয়
১৮.প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ –
-বিষন্ন
১৯.কাননে কুসুমকলি সকলি ফুটিল- এ বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে সপ্তমী।
২০.খাটি বাংলা উপসর্গ কোনটি?
-রাম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]