Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6557
১.পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
-তিন প্রকার।
২.রক্ত তৈরি হয় –
-ভ্রূণের মেসোডার্ম থেকে
৩.রক্ত জমাট বাঁধাতে অংশ নেয় –
-অণুচক্রিকা
৪.রক্ত হলো এক ধরণের –
-যোজক কলা
৫.প্রাকৃতিক লাঙ্গল বা কৃষকের বন্ধু কাকে বলা হয়?
-কেঁচো
৬.স্ত্রী কিউলেক্স মশা যে রোগের জীবাণু বহন করে তার নাম কী?
-ফাইলেরিয়া
৭.মাকড়সার পা কয়টি?
-৮টি।
৮.রক্তরসে পানির পরিমাণ কত?
-৯১%-৯২%
৯.ব্যাঙের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট?
-৩
১০.জিহ্বার সাহায্যে শোনে কোন প্রাণী?
-সাপ
১১.মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
-২টি।
১২.পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়?
-দুধকে।
১৩.রক্তের লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোথায়?
-অস্থিমজ্জায়
১৪.মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত?
-ব্যাকটেরিয়ায়
১৫.পূর্ণাঙ্গ মৌমাছিকে কি বলে?
-ইমাগো।
১৬.নিচের কোনটি প্রকৃতপক্ষে মাছ নয়?
-চিংড়ি
১৭.পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায় –
-ফুসফুসের সাহায্যে
১৮.মাছির কয়টি পা আছে?
-৬টি।
১৯.জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি?
-ক্রোমোজোম।
২০.কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
-কুমির
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]