Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6556
১.বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই- মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই?-উদ্ধত চরণ দুটির কবি কে?
-যতীন্দ্রমোহন বাগচী
২.পঙ্কীর গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
-কুহু ও কেকা
৩.ছত্র শব্দের অর্থ কী?
-ছাতা
৪.যখন মানবকুল ধনবান হয়, তখন তাদের শির সমুন্নত হয়। --- চরণ দুটির রচয়িতা কে?
-কৃষ্ণচন্দ্র মজুমদার।
৫.যিনি কল্পনাপ্রবণ -এর এক কথায় প্রকাশ কোনটি?
-খেয়ালী
৬.প্রথম বাঙালি মুসলমান গদ্য লেখক কে?
-মীর মশাররফ হোসেন
৭.কবি আল মাহমুদের তিতাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়ছে?
-লোক লোকান্তর
৮.জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে?
-শওকত ওসমান
৯.মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি হলো –
-ভাষা আন্দোলন
১০.কার ছদ্মনাম ‘টেকচাঁদ ঠাকুর’?
-প্যারীচাঁদ মিত্র
১১.কোন বানানটি শুদ্ধ?
-ইতোমধ্যে
১২.সন্ধ্যায় সূর্য অস্ত যায় উদাহরণটি কোন বর্তমান কালের?
-নিত্যবৃত্ত
১৩.গায়ে ফু দিয়ে বেড়ানো-বাগধারাটির অর্থ কী?
-কোনো দায়িত্ব গ্রহণ না করা
১৪.স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কী?
-সু+আগত
১৫.হনন করার ইচ্ছা কে এক কথায় কী বলে?
-জিঘাংসা
১৬.স্বর্গ-নরক কোন সমাসের উদাহরণ?
-দ্বন্দ্ব
১৭.গোকুল শব্দের অর্থ কী?
-গরুর পাল
১৮.যে নারীর সন্তান বাঁচে না তাকে এক কথায় কী বলে?
-মৃতবৎসা
১৯.রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কি?
-রবি+ইন্দ্র
২০.বিপদে মোরে রক্ষা কর এ নহে মোন প্রার্থনা বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে সপ্তমী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    288 Views
    by tasnima
    0 Replies 
    988 Views
    by sajib
    0 Replies 
    684 Views
    by kajol
    0 Replies 
    604 Views
    by afsara
    0 Replies 
    13982 Views
    by masum

    বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি 'বায়ো-ট্রেড[…]

    ঢাকার সন্নিকটে ঐত্যিবাহী মালখানগর কলেজ, মালখানগর, […]

    বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদ[…]