Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6553
১.বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
-বরেন্দ্র জাদুঘর
২.বাংলাদেশের জাতীয় সংগীত কোন গানের সুরে রচিত?
-বাউল
৩.২০১৮ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
-১১৫ তম
৪.কি-বোর্ড হলো একটি –
-ইনপুট ডিভাইস
৫.ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান কে?
-অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম
৬.বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি বজ্রপাত হয়?
-সুনামগঞ্জ
৭.কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে?
-রাশিয়া
৮.পোশাক রপ্তনিতে বাংলাদেশের অবস্থান কততম?
-দ্বিতীয়
৯.বরেন্দ্র যাদুঘর পরিচালনা কর্তৃপক্ষ কোন প্রতিষ্ঠানের?
-রাজশাহী বিশ্ববিদ্যালয়
১০.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
-কামরুল হাসান
১১.রাজশাহী জেলার পূর্ব নাম কী?
-রামপুর বোয়ালিয়া
১২.বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
-বেগম রাজিয়া বানু
১৩.ট্রিম্যান সিনড্রম বা বৃক্ষ মানব সিনড্রম –
-কারণ শনাক্ত হয়নি
১৪.ইনডেমনিটি বলতে কি বুঝায়?
-দায়মুক্তি
১৫.পৃথিবীর কোন শহরকে স্বর্ণনগরী বলা হয়?
-জোহানেসবার্গ।
১৬.ভ্যাটো কোন ভাষার শব্দ?
-ল্যাটিন।
১৭.বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল কোনটি?
-আমাজন ফরেস্ট।
১৮.ইতিহাসের জনক কে?
-হেরোডোটাস
১৯.রাজা কলিঙ্গ কোন ধর্মের অনুসারী ছিলেন?
-বৌদ্ধধর্ম
২০.মির্জা গালিব কোন ভাষার কবি?
-উর্দু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    533 Views
    by sajib
    0 Replies 
    350 Views
    by kajol
    0 Replies 
    312 Views
    by tamim
    0 Replies 
    964 Views
    by rajib
    0 Replies 
    272 Views
    by shohag

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]