Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6524
১.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২.ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা পায়?
-২০০০
৩.কাবাডি খেলায় সর্বোচ্চ কতজন খেলোয়াড় একসাখে মাঠে থাকতে পারে?
-৭ জন
৪.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কোনটি?
-১৭ই মার্চ
৫.জুডো খেলায় সর্বোচ্চ উপাধি কী?
-ব্ল্যাক বেল্ট
৬.আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-দুবাই
৭.বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান কোনটি?
-অলিম্পিক গেমস
৮.বাংলাদেশে নির্মানাধীন পদ্আ সেতুর অর্থায়নকারী কে?
-বাংলাদেশের নিজস্ব অর্থায়ন
৯.আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি এর রচয়িতা কে?
-আব্দুল গাফফার চৌধুরী
১০.২য় বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিক খেলবেন কোন ক্রীড়াবিদ?
-রোমান সানা।
১১.জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
-অ্যান্টোনিও গুতারেস
১২.বাংলাদেশ ও মিয়ানমার কেন নদী দ্বারা বিভক্ত?
-নাফ
১৩.আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত?
-সুইজারল্যান্ড
১৪.ক্রিকেট খেলায় দুর্নীতি দমনে ভূমিকা পালন করে কে?
-আইসিসি এন্টি কোরোপশন ইউনিট
১৫.মানবদেহের কোন অর্গানে জন্ডিস আক্রান্ত হয়>
-যকৃত
১৬.কোনটি মৌলিক পদার্থ?
-লোহা
১৭.অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?
-ব্যারন পিয়ারে দ্য কুবার্তিন
১৮.২০১৮ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট কে লাভ করেন?
-হ্যারি কেন।
১৯.গ্র্যান্ডস্লাম কোন খেলার সাথে জড়িত?
-টেনিস
২০.বর্তমানে বিশ্বের দ্রুততম মানবী কে?
-সেলি-এন ফ্রেসার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    74 Views
    by bdchakriDesk
    0 Replies 
    76 Views
    by bdchakriDesk
    0 Replies 
    251 Views
    by tamim
    0 Replies 
    476 Views
    by sajib
    0 Replies 
    907 Views
    by rajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]