Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6509
১.দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
-লিনিয়াস
২.মাইটোকন্ড্রিয়ার কাজ কী?
-শক্তি উৎপাদন
৩.বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশ বেশি হলে কোন প্রাণী বাঁচতে পারে না?
-২৫ শতাংশ
৪.জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো –
-ভাইরাস
৫.রাইবোসোমের প্রধান কাজ কী?
-প্রোটিন সংশ্লেষণ করা
৬.সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?
-লাল
৭.উদ্ভিদের সবচেয়ে বেশি হয় –
-মূল ও কান্ডের অগ্রভাগে
৮.কোনটি ভাইরাসজনিত রোগ?
-পোলিও
৯.ক্লোরোফিল থাকে না কোথায়?
-ছত্রাকে।
১০.কমলা লেবুতে কোন এসিড থাকে?
-অ্যাসকরবিক এসিড
১১.মাটিতে নাইট্রোজেন সংবদ্ধন করে কোনটি?
-ব্যাকটেরিয়া
১২.ইরাটম কী?
-উচ্চ ফলনশীল ধান
১৩.অসবুজ উদ্ভিদ কোনটি?
-ছত্রাক
১৪.হিউমাস কী?
-উদ্ভিদ ও জীবজন্তু পচা সার
১৫.লৌহের অভাবে উদ্ভিদের কী অসুবিধা হয়?
-পাতা বিবর্ণ হয়ে যায়
১৬.অক্সিনের অভাবে কোষের দৈর্ঘ্য –
-বৃদ্ধি পায়
১৭.নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনটি?
-টমেটো
১৮.ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-
-অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
১৯.সর্বপ্রথম যে উফশী ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো –
-ইরি-৮
২০.ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
-এদের কান্ডে অনেক বায়ুকুঠুরী থাকে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]