Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#6489
যদি দাড় বেয়ে একটি নৌকা স্রোতের অনূকুলে ঘন্টায় যায় ক কিমি এবং প্রতিকূলে ঘন্টায় যায় খ কিমি তাহলে, নৌকার বেগ= ক+খ/২ এবং
স্রোতের বেগ= ক-খ/২ কিমি/ঘন্টা
যেমন নৌকার স্রোতের অনুকূলে বেগ ২৫ কিমি এবং প্রতিকূলে বেগ ১৫ কিমি হলে
নৌকার বেগ=২৫+১৫/২ কিমি/ঘন্টা
=২০ কিমি/ঘন্টা
এবং স্রোতের বেগ= ২৫-১৫/২ কিমি/ঘন্টা
=৫ কিমি/ঘন্টা

বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর
১.দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কি.মি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কি.মি। স্রোতের বেগ নির্নয় করুন:
-ঘন্টায় ৫ কি.মি
ব্যাখ্যা:
ধরি নৌকার বেগ ক, স্রোতের বেগ খ
সুতরাং ক+খ=১৫
ক-খ=৫
২খ=১০ (বিয়োগ করে)
বা, খ= ১০/২
বা, খ= ৫
সুতরাং স্রোতের বেগ ঘন্টায় ৫ কি.মি।
২.একটি মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণ প্রতি ঘন্টায় গড় বেগ কত?
-১ ২/৩
ব্যাখ্যা:
মোট সময়=২+৪
=৬ ঘন্টা
মোট দূরত্ব= ৫+৫
=১০ মাইল
সুতরায় গড় বেগ= ১০/৬
=১ ২/৩ মাইল/ঘন্টা
৩.নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
-১২ ঘন্টা
ব্যাখ্যা:
স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় ১৫ কিমি
এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় ৫ কিমি
৪৫ কিমি অতিক্রম করতে সময় লাগে= ৪৫/১৫ ঘন্টা
=৩ ঘন্টা
এবং ৪৫ কিমি ফিরে আসতে সময় লাগে= ৪৫/৫ ঘন্টা
=৯ ঘন্টা
সুতরাং মোট সময় লাগে= (৩+৯) ঘন্টা
=১২ ঘন্টা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3598 Views
    by apple
    0 Replies 
    1079 Views
    by sajib
    0 Replies 
    1362 Views
    by rajib
    0 Replies 
    764 Views
    by kajol
    0 Replies 
    531 Views
    by shihab

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]