Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6481
অন্য যে নামে পরিচিত: মুজিবনগর বা অস্থায়ী সরকার।
গঠন: ১০ এপ্রিল ১৯৭১
গঠিত হয়: মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের-পাড়া গ্রামের আমবাগানে।
শপথগ্রহণ: ১৭ এপ্রিল ১৯৭১
শপথবাক্য পাঠ করান: অধ্যাপক এম ইউসুফ আলী
শপথবাক্য অনুষ্ঠান পরিচালনা করেন: আবদুল মান্নান।
দপ্তর বণ্টন: ১৮ এপ্রিল ১৯৭১
অস্থায়ী সচিবালয়: ৮ থিয়েটার রোড, কলকাতা
প্রধান সেনাপতি: জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
মুক্তিবাহিনী বা সশস্ত্রবাহিনীর প্রধান: জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
চিফ অব স্টাফ: কর্নেল আব্দুর রব
বিমানবাহিনীর প্রধান ও উপ-প্রধান সেনাপতি: এ কে খন্দকার

বাংলাদেশের প্রথম সরকার
নাম – পদবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – রাষ্ট্রপতি
সৈয়দ নজরুল ইসলাম – অস্থায়ী
তাজউদ্দীন আহমদ – প্রধানমন্ত্রী
ক্যাপ্টেন এম. মনসুর আলী – মন্ত্রী
খন্দকার মোশতাক আহমদ – মন্ত্রী
আবুল হাসানাত মোহাম্মাদ কামারুজ্জামান – মন্ত্রী

সর্বদলীয় উপদেষ্টা পরিষদ: ৮জন
১.আব্দুল হামিদ খান ভাসানী
২.মণি সিং
৩.অধ্যাপক মোজাফফর আহমেদ
৪.মনোরঞ্জন ধর
৫.তাজউদ্দীন আহমেদ
৬.খন্দকার মোশতাক আহমেদ
৭.আওয়ামী লীগের দুজন সদস্য
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    994 Views
    by tamim
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    570 Views
    by shohag
    0 Replies 
    532 Views
    by tasnima
    0 Replies 
    811 Views
    by raja

    ৬১ নং মতিঝিল রেড ক্রিসেন্ট ভবন কল্যাণ সমিতি'র অধীন[…]

    ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিধিমোতাবেক উপজেল[…]

    সরকারি বিধিমোতাবেক উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ […]