Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6465
১.মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিমি?
-২৭১ কিমি
২.এভিকালচার কী?
-পাখি পালন।
৩.সুনামি বলতে কী বোঝায়?
-সামুদ্রিক ঢেউ
৪.কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক?
-শুক্র
৫.ভানুসিংহ কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৬.ওইক এর বর্তমান প্রেসিডেন্ট কে?
-সালমান বিন আব্দুল আজিজ
৭.সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন?
-চারুকলা
৮.তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’ চলচিত্রটির কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত?
-এস.এম.সুলতান
৯.বর্তমান বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়?
-জাপান
১০.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
-কামরুল হাসান
১১.রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
-রঞ্জন রশ্মি।
১২.নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
-নাইট্রোজেন
১৩.কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়?
-আমাজন
১৪.দ্য লাস্ট সাপার কার আঁকা?
-লিওনার্দো দ্য ভিঞ্চি
১৫.আমাজন বনের মোট আয়তনের ৬০ শতাংশ কোন দেশে অবস্থিত?
-ব্রাজিল
১৬.ব্রেক্সিট কোনটির সাথে সম্পর্কিত?
-ইউরোপিয়ান ইউনিয়ন
১৭.বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়ে?
-১৯৭২ সালের ডিসেম্বরে
১৮.সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে?
-ইউসিএলএ
১৯.২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক?
-ইথিওপিয়া
২০.উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র কোনটি?
-ট্যাকোমিটার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1583 Views
    by sajib
    0 Replies 
    1130 Views
    by kajol
    0 Replies 
    1171 Views
    by tamim
    0 Replies 
    1706 Views
    by rajib
    0 Replies 
    669 Views
    by shohag

    ফাতেমা গার্লস হাই স্কুল, গ্রাম: মুরাদপুর, ডাকঘর: ত[…]

    সিলাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ডাক-সিলাম ৩১০৫, উপ[…]

    মটর গাড়ির যন্ত্রাংশ বিতরনকারী কোম্পানীতে সেলসম্যা[…]

    সুপরিচিত চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজের মার্কেটিং[…]