Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6455
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অ্যাফিলিয়েটেড অফিসসমূহ
ক.প্রাণিসম্পদ অধিদপ্তর
খ.বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
গ.বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
ঘ.বাংলাদেশ মৎস্য উন্নয়ন সংস্থা
ঙ.মৎস্য অধিদপ্তর
চ.মেরিন ফিসারিজ একাডেমি
ছ.মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
জ.বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল

১.বাংলাদেশে গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ঢাকার সাভারে।
২.দেশজ উৎপাদনে প্রাণিসম্পদের অবদান কত?
-১.৪৭% ।
৩.দেশের কতভাগ জনসাধারণ পশুসম্পদের ওপর নির্ভরশীল?
-১০ ভাগ
৪.বর্তমানে প্রাণিসম্পদ উপখাতে প্রবৃদ্ধি কত?
-৩.৫৪% ।
৫.গবাদি পশুর দুধ জ্বর হয় কেন?
-দুধের সাথে অতিরিক্ত ক্যালসিয়াম বের হয়ে গেলে গবাদি পশুর দুধ জ্বর হয়।
৬.দেশে প্রথম বার্ড ফ্ল শনাক্ত করা হয় কবে?
-২২ ফেব্রুয়ারি ২০০৭।
৭.বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় কখন?
-৫ মে ১৯৯৫।
৮.গবাদিপশুর কি কি রোগ হয়?
-গো-বসন্ত, খোড়া, পীড়া, গলাফুলা, তড়কা, বসন্ত, যক্ষ্মা ইত্যাদি ।
৯.মুরগি পালনে ডিপলিটার পদ্ধতি কী?
-ঘরের মধ্যে স্বল্প পরিসরে অধিক সংখ্যক মুরগি পালনের উপায় বা পদ্ধতি।
১০.বাংলাদেশে কোন প্রকার ছাগল সবচেয়ে বেশি পাওয়া যায়?
-ব্ল্যাক বেঙ্গল।
১১.বাসস্থান ও বিচরণ ক্ষেত্রের ওপর ভিত্তি করে বাংলাদেশের প্রাণীদের কয়টি শ্রেনীতে ভাগ করা যায় এবং কি কি?
-দুই শ্রেনীতে।
ক.বণ্যপ্রাণী। যথা:
১.হাতি
২.বাঘ
৩.হরিণ
৪.চিতা বাঘ
৫.শূকর ইত্যাদি
খ.গৃহপালিত প্রাণী। যথা:
১.গরু
২.ছাগল
৩.ভেড়া
৪.মহিষ
৫.হাঁস-মুরগি ইত্যাদি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]