Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6431
১.সন্ধ্যা শব্দের বিশেষণ পদ কী?
-সান্ধ্য
২.বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
-প্রাতিপদিক
৩.টাপুরটুপুর কোন ধরনের শব্দ?
-ধন্যাত্মক
৪.রিকশা, ক্যারাটে, হাসনুহানা, জুডো প্রভৃতি কোন ভাষার শব্দ?
-জাপানি
৫.বাক্যের মূল অংশ কতটি?
-দুইটি।
৬.গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার?
-তিন প্রকার।
৭.একটি সার্থক বাক্যের গুন কতটি?
-তিনটি।
৮.কোনগুলো দেশী শব্দ?
-কুলা
৯.বিধি শব্দটির বিপরীত শব্দ কী?
-নিষেধ
১০.সূর্য শব্দটির বিপরীত শব্দ কোনটি?
-কোনটিই না
১১.কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
-পর+পর=পরস্পর
১২.কোনটি শুদ্ধ বানান?
-মূর্ধন্য
১৩.দামিনী শব্দের অর্থ কী?
-বিদ্যুৎ
১৪.ভূষন্ডির কাক অর্থ কী?
-দীর্ঘায়ু ব্যক্তি
১৫.কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
-ভুসুকুপা।
১৬.কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস?
-আরক্তিম।
১৭.রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
-মনমাঝি।
১৮.ব্যাকরণের প্রধান কাজ কী?
-ভাষার বিশ্লেষণ
১৯.কোনটি তৎসম শব্দ?
-চন্দন
২০.কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়?
-আট কপালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    508 Views
    by mousumi
    0 Replies 
    2028 Views
    by romen
    0 Replies 
    324 Views
    by raihan
    0 Replies 
    1087 Views
    by kajol
    0 Replies 
    1301 Views
    by sajib

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীত[…]

    সরকারি বিধি অনুযায়ী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান […]

    জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এবং সর্বশেষ পরিম[…]

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]