Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6378
১.২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়?
-কাতার
২.ইসলামী সহযোগিতা সংস্থা এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত?
-৩
৩.নৈরাজ্য কোন তত্ত্বের মূল উপাদান?
-বাস্তববাদ
৪.সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ এর জনপ্রিয় নাম কী?
-তারকা যুদ্ধা
৫.২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
-১৯৬
৬.মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়?
-১৯৮২ সনে
৭.গুয়াম এর গভর্নরের নাম কী?
-এ্যডি ক্যালভো
৮.অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে?
-ভি.আই.লেনিন
৯.দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কী বলা হয়?
-বাফার রাষ্ট্র
১০.পিং পং এর অর্থ হচ্ছে –
-টেবিল টেনিস
১১.বেল্ট ও রোড ইনিসিয়েটিভ প্রস্তাব করেছে কে?
-চীন
১২.কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
-আশিয়ান
১৩.সার্কের সদর দপ্তর কোথায়?
-কাঠমান্ড
১৪.১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
-ইউএনও
১৫.নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
-মানবাধিকার সংরক্ষণ
১৬.আনসার এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা
১৭.ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
-ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
১৮.প্রাকৃতিক আইনের উদ্ভব হয়:
-থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
১৯.নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
-রাস্তায় প্রাফিক আইন মেনে চলা
২০.মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে?
-৩টি।
    Similar Topics

    লজিস্টিক, এডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/ মিটি[…]

    ৯০ BAFA কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যা[…]

    ১.মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম আতত[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ([…]