Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6376
১.অভিনিবেশ শব্দটির অর্থ কী?
-মনোযোগ
২.ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি?
-বর্ধমান
৩.চর্মকার কী ধরনের শব্দ?
-সংস্কৃত
৪.কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়?
-দেব লিপি
৫.নিচের কোন বানানটি শুদ্ধ?
-নিরীক্ষণ ।
৬.দেবতা শব্দের সমার্থক শব্দ কোনটি?
-সুর
৭.নেই আকঁড়া এর সঠিক অর্থ কী?
-একগুয়ে
৮.সূর্য এর প্রতিশব্দ কোনটি?
-আদিত্য
৯.বহুব্রীহি শব্দের অর্থ কী?
-বহুধান
১০.সতীশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-সতী+ঈশ
১১.নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
-রুই-কাতলা
১২.স্বর সংগতির উদাহরণ কোনটি?
-দেশী>দিশী
১৩.পায়ের আওয়ায পাওয়া যায় কী ধরনের রচনা?
-কাব্যনাটক
১৪.এখন গোল্লায় যাও এটি কোন ক্রিয়ার উদাহরণ?
-মিশ্র ক্রিয়া
১৫.কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
-বৃহৎ+ঢক্কা= বৃহড্ঢক্কা
১৬.পদ্মার পলিদ্বীপ কার রচনা?
-আবু ইসহাক
১৭.নিচের কোন বানানটি শুদ্ধ?
-নিশীথিনী
১৮.নিচের কোন বানানটি অশুদ্ধ?
-দুরাবস্থা
১৯.ন্যায় শব্দের বিশেষণ কোনটি?
-ন্যায্য।
২০.ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
-তৎসম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    307 Views
    by mousumi
    0 Replies 
    1910 Views
    by romen
    0 Replies 
    163 Views
    by raihan
    0 Replies 
    836 Views
    by kajol
    0 Replies 
    679 Views
    by sajib

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]