Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6375
১.রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। কোন ধরণের অব্যয়?
-সমুচ্চয়ী সংকোচক।
২.শশাঙ্ক শব্দের ব্যাস বাক্য কি হবে?
-শাশ অঙ্কে যার।
৩.রক্ষকই ভক্ষক-বাক্যটি কোন জাতীয় বাক্য?
-সরল বাক্য।
৪.সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। কোন কারক?
-অপাদান কারক
৫.বিস্কুট কোন ভাষার শব্দ?
-ইংরেজি
৬.কোনটি তৎসম শব্দ?
-ডিম্ব
৭.কোনটি ভুল বানান?
-ত্রিণয়ন
৮.ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
-ণ
৯.ভূশন্ডির কাক বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়?
-দীর্ঘজীবী।
১০.আঁকা সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি?
-অঙ্ক
১১.ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি?
-বক্র
১২.লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
-কবিরাজ
১৩.বুদ্ধিমান এর বিশেষ্য পদ কী?
-বুদ্ধিমত্তা
১৪.যিনি বিদ্যা লাভ করিয়াছেন এক কথায় কী বলে?
-কৃতবিদ্যা
১৫.বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল কয়টি?
-সাতটি
১৬.একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু -পঙক্তিটির রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
১৭.অধর পল্লব কোন সমাসের উদাহরণ?
-কর্মধারয়
১৮.স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পুজ্যতে এ শ্লোকের রচয়িতা কে?
-চাণক্য পন্ডিত
১৯.স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
-দেশি>দিশী
২০.প্রকৃতি ও প্রত্যয় নির্নয় কোনটি ঠিক?
-উৎ+ভিদ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    381 Views
    by tasnima
    0 Replies 
    1359 Views
    by sajib
    0 Replies 
    952 Views
    by kajol
    0 Replies 
    692 Views
    by afsara
    0 Replies 
    14075 Views
    by masum

    ধর্মপুর এডুকেশনাল এস্টেট (প্রভাতী-দিবা ও কারিগরি শ[…]

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মো[…]

    বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও […]

    শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় (EIIN: 106575), গ্রাম[…]