Page 1 of 1

লিখিত পরীক্ষার প্রস্তুতির সহায়তায় প্রয়োজনীয় MCQ প্রশ্ন: পার্ট-০৪

Posted: Wed Feb 10, 2021 1:02 pm
by brifat50
১.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ রয়েছে কোন জেলায়?
-চাঁপাইনবাবগঞ্জ
২.স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক?
-যুক্তরাজ্য
৩.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
-পানামা খাল
৪.পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
-দক্ষিণ তালপট্টি
৫.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
-সোনারগাঁ।
৬.সম্প্রতি কোন দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় গণভোট অনুষ্ঠিত হয়?
-গ্রিস।
৭.ওইক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেদ্দা
৮.রংপুর বিভাগের কতটি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে?
-ছয়
৯.ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
-নরসিংদী।
১০.পশালী কোন নদীর তীরে অবস্থিত?
-ভাগীরথী।
১১.চা চাষের জন্য কত ডিগ্রি সে. তাপমাত্রা প্রয়োজন?
-১৬-১৭ ডিগ্রি
১২.টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী ডাবল সেঞ্চুরিয়ান কে?
-মুশফিকুর রহিম
১৩.সিন্ধুর দেবল বন্দর বর্তমানে কী নামে পরিচিত?
-করাচি বন্দর
১৪.প্রকৃতিপুঞ্জ বলতে কী বোঝায়?
-জনসাধারণ
১৫.বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের নাম কী?
-উইন্ডমিল
১৬.মা ও মনির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
-একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম
১৭.বহুল প্রচারিত কার্টুন মিনা ও মিঠু এর রূপকার কে?
-মোস্তফা মনোয়ার
১৮.রূপসী বাংলার কবি কে?
-জীবনানন্দ দাশ
১৯.দেশের প্রথম উপজেলা অ্যাপস চালু হয় কোন জেলায়?
-খাগড়াছড়ি
২০.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
-হাঙ্গর নদী গ্রেনেড

Re: লিখিত পরীক্ষার প্রস্তুতির সহায়তায় প্রয়োজনীয় MCQ প্রশ্ন: পার্ট-০৪

Posted: Thu Feb 11, 2021 3:04 pm
by basheer
Very informative