Page 1 of 1

সাধারণ বিজ্ঞান থেকে MCQ প্রশ্ন: পার্ট-১৪

Posted: Wed Feb 10, 2021 12:49 pm
by lipi
১.ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
-বিদ্যুৎ
২.মোটর, জেনারেটর ও ট্রান্সফরমার ইত্যাদিতে কী ধরনের চম্বক ব্যবহৃত হয়?
-অস্থায়ী
৩.উড়োজাহজের গতি নির্নায়ক যন্ত্র কোনটি?
-ট্যাকোমিটার
৪.কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে?
-গাঙচিল
৫.কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –
-মাটির অম্লতা হ্রাসের জন্য
৬.ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
-কসমিক ইয়ার
৭.মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে কত জোড়া?
-২৩ জোড়া
৮.অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো –
-গ্লাইকোজেন
৯.আইলেট অব ল্যাঙ্গারহেন্স কার কলাস্থানিক বৈশিষ্ট্য?
-অগ্ন্যাশয়
১০.নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কী বলে?
-নিউরন
১১.নিউক্লিয় ফিশন বিভাজন একটি –
-বিয়োজন প্রক্রিয়া
১২.বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ কী হয়?
-বেড়ে যায়।
১৩.পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
-শূন্য
১৪.পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কারণ কী?
-বায়ুচাপ কম
১৫.সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ –
-গামা রশ্মি
১৬.সূর্য ও কাঠের আগুন থেকে নির্গত হয় কোন রশ্মি?
-অবলোহিত রশ্মি
১৭.বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কী হিসেবে?
-কিলোওয়াট ঘন্টা হিসেবে।
১৮.তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
-লাউড স্পিকার।
১৯.কোষের প্রাণশক্তি বলা হয় কাকে?
-মাইটোকন্ড্রিয়াকে।
২০.নিউক্লিওটাইডের পলিমানকে কী বলে?
-নিউক্লিক এসিড।