Page 1 of 1

খেলা বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য: পার্ট-০৩

Posted: Wed Feb 10, 2021 10:49 am
by aamrctg
ফিস্টাইল ফুটবল
নাইজেরীয় বালকের বিশ্বরেকর্ড
এক মিনিটে সবচেয়ে বেশিবার ফুটবল স্পর্শ করার বিশ্বরেকর্ড গড়েন ১২ বছর বয়সি নাইজেরিয়ান বিস্ময় বালক চিনোনসো ইশে। এ সময় তার মাথায় ছিল আরেকটি বল। একই সময়ে দুটি ফুটবলের ভারসাম্য রাখতে হয় তাকে। দ্বিতীয় আরেকটি বল মাথায় রেখে ৬০ সেকেন্ডে পা দিয়ে ১১১ বার বলে স্পর্শ করে ইশে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২১ সংস্করণে উঠেছে তার নাম।

গ্লোব সকার অ্যাওয়ার্ড
২০১০ সালে প্রতিষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড। চমৎকার বাৎসরিক ডিনার উৎসব এবং পুরস্কার অনুষ্ঠানের জন্য স্বীকৃতি রয়েছে তাদের। ২৭ ডিসেম্বর ২০২০ প্রদান করা হয় বর্ষসেরা এবং শতাব্দী-সেরা গ্লোব সকার অ্যাওয়ার্ড ।

বর্ষসেরা
ফুটবলার:রবার্ট লেভান্ডভস্কি
কোচ – হ্যান্সি ফ্লিক
ক্লাব – বায়ার্ন মিউনিখ

শতাব্দী-সেরা
ফুটবলার – ক্রিস্টিয়ানো রোনালদো
কোচ – পেপ গার্দিওলা
ক্লাব – রিয়াল মাদ্রিদ

ফেডারেশন কাপ ২০২০-২১
আয়োজন: ৩২ তম
সময়কাল: ২২ ডিসেম্বর ২০২০-১০ জানুয়ারি ২০২১
অংশগ্রহণকারী দল – ১৩টি
চ্যাম্পিয়ন – বসুন্ধরা কিংস
রানার্সআপ – সাইফ স্পোর্টিং
ম্যান অব দ্য ফাইনাল – রাউল অস্কার
সর্বোচ্চ গোলদাতা – কেনেথ ইকেচুকো ও রাউল অস্কার
সেরা খেলোয়াড় – কেনেথ ইকেচুকো
ফেয়ার প্লে ট্রফি – চট্টগ্রাম আবাহনী।