Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6347
১.সার্চ ইঞ্জিনের জনক কে?
-এলান এমটাজ
২.সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র কোনটি?
-ক্রোনোমিটার।
৩.করতোয়া নদীর উৎপত্তিস্থল –
-হিমালয় পর্বতমালা
৪.পরিবেশগত দূষণের কারণে বাংলাদেশে মৃত্যুর হার বর্তমানে কত?
-২৭.৭%
৫.বাংলাদেশের কোন শিল্পী পটুয়া নামে পরিচিত?
-কামরুল ইসলাম।
৬.বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-টঙ্গী
৭.বাংলাদেশের বিমান বহরে সম্প্রতি সংযোজিত এয়ারক্যাফ্ট এর নাম কি?
-রাজহংস।
৮.বিশ্বের প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
-নালন্দা।
৯.বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?
-মহেশখালী।
১০.বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে?
-ড. শামসুজ্জোহা।
১১.বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
-বরেন্দ্র জাদুঘর
১২.বাংলাদেশের জাতীয় সংগীত কোন গানের সুরে রচিত?
-বাউল
১৩.কি-বোর্ড কী?
-ইনপুট ডিভাইস।
১৪.বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি গাছ রয়েছে?
-রাশিয়া
১৫.পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
-দ্বিতীয়।
১৬.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
-কামরুল হাসান।
১৭.রাজশাহী জেলার পূর্ব নাম কী?
-রামপুর বোয়ালিয়া
১৮.বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
-বরেন্দ্র জাদুঘর
১৯.বায়ুর প্রধান উপাদান কোনটি?
-নাইট্রোজেন।
২০.প্রথম বাংলাদেশি নারী মেজর জেনারেল কে?
-সুসানে গীতি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    693 Views
    by sajib
    0 Replies 
    493 Views
    by kajol
    0 Replies 
    461 Views
    by tamim
    0 Replies 
    1095 Views
    by rajib
    0 Replies 
    326 Views
    by shohag

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]