Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6319
১.বাংলা সাহিত্যে ‘সাহিত্য সম্রাট’ কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২.মার্জার শব্দের অর্থ কী?
-বিড়াল
৩.শমন-ভবন শব্দের অর্থ কী?
-যমালয়
৪.বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
-মাইকেল মধুসুদন দত্ত।
৫.চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
-১৯০৭ সালে।
৬.পায়ের আওয়াজ পাওয়া যায়- কি ধরনের রচনা?
-কাব্যনাটক ।
৭.তাসের ঘর শব্দের অর্থ কী?
-ক্ষণস্থায়ী
৮.কমা এর বাংলা অর্থ কী?
-পাদচ্ছেদ
৯.কোন বানানটি শুদ্ধ?
-দূষণীয়
১০.অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি?
-দ্যুতি ।
১১.ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-কাজী নজরুল ইসলাম ।
১২.কোনটি তৎসম শব্দ?
-কিংবদন্তী।
১৩.স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
-কার।
১৪.বীরসন্তান প্রসব করে যে নারী?
-বীরপ্রসূ।
১৫.শরীর>শরীল – শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
-বিষমীভবন।
১৬.তামার বিষ বাগধারাটির অর্থ কী?
-অর্থের কু প্রভাব।
১৭.ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
-পর্তুগিজ।
১৮.বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি?
-২০টি।
১৯.উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য কী?
-কণ্ঠের সমীপে।
২০.প্রথম বাঙলা ভাষার ব্যাকরণ কে লেখেন?
-ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    444 Views
    by mousumi
    0 Replies 
    1986 Views
    by romen
    0 Replies 
    275 Views
    by raihan
    0 Replies 
    1013 Views
    by kajol
    0 Replies 
    1122 Views
    by sajib

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক […]

    প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তি[…]

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]