Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6312
১.বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুর রৈখিক বেগের দিক সর্বদা কেমন?
-বৃত্তপথের স্পর্শক বরাবর।
২.সরল দোলকের কোনো মূহুর্তের অবস্থান ও গতির দিক বোঝা যায় কী থেকে?
-দশা।
৩.বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের –
-সমানুপাতিক
৪.আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
-ভরবেগের নিত্যতা সূত্র।
৫.সরল দোলকপিন্ডের সর্বোচ্চ ত্বরণ হয় –
-সর্বোচ্চ বিস্তার বিন্দুতে।
৬.কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কী বলা হয়?
-পরম আর্দ্রতা।
৭.যে কোনো দুটি বস্তু ঘর্ষণ করলে বিদ্যুৎ উৎপন্ন হয় -আবিষ্কার করেন কে?
-ডা. উইলিয়াম গিলবার্ট।
৮.ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তিনগুন কত ডিগ্রি?
-80 ডিগ্রী।
৯.আবেশ ও আকর্ষণের মধ্যে সম্পর্ক কী?
-আগে আবেশ পরে আকর্ষন।
১০.চার্জের অবস্থান সমসময়েই বস্তুর কী?
-বাইরের পৃষ্ঠ।
১১.নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়?
-টিন ও সীসা।
১২.সর্বপ্রথম আলোর তরঙ্গতত্ত্ব প্রবর্তন করেন কে?
-হাইগেনস
১৩.কোনটির উপস্থিতির জন্য টিউবলাইটের আলো নীল হয়?
-হিলিয়াম।
১৪.স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দৃষ্টির দূরতম বিন্দু কত?
-অসীম দূরত্বে।
১৫.দুই মেরুতে ও বিষুবরেখায় ভূ-চম্বুকের বিনতি যথাক্রমে কত?
-৯০ ও ০ ডিগ্রি।
১৬.রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার?
-তিন প্রকার।
১৭.পর্যায় সারণীতে ইলেক্টো্রানেগেটিভিটি বাড়তে থাকে –
-বাম থেকে ডানে।
১৮.পরমাণুর আকার বৃদ্ধির সাথে হ্রাস পায় কোনটি?
-মৌলিক তড়িৎ ঋণাত্নকতা।
১৯.ভাইরাস কি দিয়ে গঠিত?
-প্রোটিন ও নিউক্লিক এসিড দিয়ে।
২০.প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?
-রাইবোজোম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]