Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6311
১.সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ সঞ্চিত রাখা হয় কত বছর?
-৬ বছর।
২.কোম্পানির দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার হচ্ছে কোনটি?
-সাধারণ শেয়ার।
৩.সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদকাল কত বছর?
-২ বছর।
৪.কোন সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয় কোনটি?
-উৎপাদক।
৫.সমবায় সমিতি পরিচালনা করেন কে?
-ব্যবস্থাপনা কমিটি।
৬.সমবায়ের উৎস কী?
-ব্রিটেনের রচডেলে।
৭.বাংলাদেশে সমবায় আন্দোলনের পথিকৃৎ কে?
-ড. আখতার হামিদ খান।
৮.সমবায় সমিতির সদস্যদের দায় কী?
-সীমিত।
৯.রাষ্ট্রীয় ব্যবসায় মালিক কী?
-সরকার ।
১০.রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা কাঠামোতে শীর্ষস্তরে অবস্থান –
-সংশ্লিষ্ট মন্ত্রণালয়
১১.টেলিটক কোন ব্যবসায়ের অন্তর্গত –
-রাষ্ট্রীয় ব্যবসায়।
১২.যে অর্থব্যবস্থায় সমাজে ধনবৈষম্য সৃষ্টি হয় –
-ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।
১৩.বাংলাদেশে প্যাটেন্ট ও ডিজাইন প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯১১ সালে।
১৪.ট্রেডমার্ক বৈধ থাকে কত বছর?
-৭ বছর।
১৫.ব্যবস্থাপনার নীতি নয় কোনটি?
-শিক্ষাগত যোগ্যতা।
১৬.মুদ্রা বা অর্থ বাজারের অভিভাবক কে?
-কেন্দ্রীয় ব্যাংক।
১৭.বিপণণ সম্প্রসারণের হাতিয়ার কী?
-বিজ্ঞাপণ।
১৮.বাণিজ্যিক ঋণের দলিল নয়?
-ভ্রাম্যমাণ নোট
১৯.বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে?
-এ এন এম হামিদুল্লাহ।
২০.সাধারণ পচনশীল পণ্যের পাইকারকে বলা হয় কোনটি?
-ট্রাক পাইকার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    514 Views
    by shohag
    0 Replies 
    1434 Views
    by rajib
    0 Replies 
    865 Views
    by tamim
    0 Replies 
    473 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]