Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6303
১.সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাস হয় কবে?
-১৮৪২ সালে।
২.ব্রিটিশ আমলে পৌরসভা আইন পাস হয় কবে?
-১৮৫০ সালে।
৩.স্বাধীন বাংলাদেশে পৌরসভা অধ্যাদেশ জারি হয় কবে?
-১৯৭৭ সালে।
৪.শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কী?
-পৌরসভা ও সিটি কর্পোরেশন।
৫.আয়তনে বৃহত্তম পৌরসভার নাম কী?
-বগুড়া সদর।
৬.বগুড়া সদর এর আয়তন কত?
-৬৮.৬৩ বর্গ কিমি।
৭.জনসংখ্যায় বৃহত্তম পৌরসভার নাম কী?
-বগুড়া সদর।
৮.বগুড়া সদরের জনসংখ্যা কত?
-৪,০০,৯৮৩ জন।
৯.আয়তনে ক্ষুদ্রতম পৌরসভার নাম কী?
-বানারীপাড়া (বরিশাল)
১০.বানারীপাড়া এর আয়তন কত কিমি?
-১.৮১ বর্গ কিমি।
১১.জনসংখ্যায় ক্ষুদতম পৌরসভার নাম কী?
-কোটালীপাড়া (গোপালগঞ্জ)।
১২.কোটালীপাড়া এর জনসংখ্যা কত?
-৫,৮০৮ জন।
১৩.পৌরসভা সাধারণত কত শ্রেণির হয়?
-৩ শ্রেণীর। যথা:
১.ক
২.খ
৩.গ
১৪.পৌরসভার শ্রেণী নির্ধারণ করা হয় কীভাবে?
-যেসব পৌরসভা মোট ধার্য করের ৭৫ ভাগ আদায় করতে সক্ষম হয় এবং বার্ষিক নিজস্ব আয় ১ কোটি টাকার উপরে থাকে সেগুলোকে ক শ্রেণির পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। এরপর পর্যায়ক্রমে ৬০ লাখ টাকা আয় হলে খ শ্রেণি এবং ২০ লাখ টাকা আয় হলে গ শ্রেণির পৌরসভা বলা হয়।
১৫.পৌর পুলিশবাহিনী গঠন করা হয় কবে?
-১৬ অক্টোবর ২০১১।
১৬.বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভার সংখ্যা কতটি?
-৩২৮টি।

পৌরসভা নির্বাচন
আয়োজন – নির্বাচনের তারিখ
প্রথম– ৩১ ডিসেম্বর ১৯৭৩
দ্বিতীয় – ১৩ আগস্ট ১৯৭৭
তৃতীয় – ১০ ফেব্রুয়ারি ১৯৮৪
চতুর্থ – ২৮ জানুয়ারি ১৯৮৯
পঞ্চম – ১৯৯২
ষষ্ঠ – ৩ মে ১৯৯৯
সপ্তম – ৫-১০ মে ২০০৪
অষ্টম – ৪ আগস্ট ২০০৮
নবম – জানুয়ারি ২০১১
দশম – ৩০ ডিসেম্বর ২০১৫
একাদশ –
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4706 Views
    by bdchakriDesk
    0 Replies 
    314 Views
    by bdchakriDesk
    0 Replies 
    17 Views
    by bdchakriDesk
    0 Replies 
    373 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1042 Views
    by sajib

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]