Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6285
১.পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোনটি?
-কিম্বার্লি
২.সিয়ার্স টাওয়ারের স্থপতি কে?
-এফ.আর.খান।
৩.মৃত সাগর অবস্থিত কোন দেশে?
-জর্ডান।
৪.রুশ বিপ্লবে নেতৃত্বদানকারী দল কোনটি?
-বলশেভিক পার্টি।
৫.রিখটার স্কেল ব্যবহৃত হয় –
-ভূমিকম্প পরিমাপে।
৬.সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
-ঢাকায়।
৭.উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত?
-দক্ষিণ আফ্রিকা।
৮.লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯১৯ সালে।
৯.বিশ্ব বিখ্যাত দ্য গার্ডিয়ান কোন দেশের পত্রিকা?
-ইউকে।
১০.কোন দেশের জাদুঘরে মোনালিসা চিত্রকর্মটি সংরক্ষিত আছে?
-ফ্রান্স।
১১.সাহারা মরুভূমিকে কার দুঃখ বলা হয়?
-আফ্রিকার।
১২.গৌতম বুদ্ধ কোন দেশে জন্মগ্রহণ করেন?
-নেপাল।
১৩.এডামস পিক কোথায় অবস্থিত?
-শ্রীলংকা।
১৪.জাপানের আইনসভার নাম কী?
-ডায়েট
১৫.ব্রিকট ব্যাংক এর সদস্য সংখ্যা কত?
-৫
১৬.নিচের কোন শহর তিন ধর্মের মানুষের নিকট পবিত্র বলে বিবেচিত?
-জেরুজালেম।
১৭.কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
-১৯১৪ সালে।
১৮.আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
-১০ ডিসেম্বর।
১৯.হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
-ভিয়েতনাম।
২০.হ্যারিপটার বইটির রচয়িতা কে?
-জে কে রোলিং।
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]