Page 1 of 1

BCS প্রস্তুতির জন্য মানসিক দক্ষতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-০৩

Posted: Sun Feb 07, 2021 1:39 pm
by Prosenjeet3416
১.কোম্পানির পরিচালকের প্রথম ---- উৎপাদন বৃদ্ধি করা।
-লক্ষ্য
২.সফল হতে হলে আপনাকে অবশ্যই ---- হতে হবে।
-পরিশ্রমী।
৩.---- ই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের প্রধান উপায়।
-শিক্ষা বিস্তার।
৪.---- চেয়ে বড় পাপ আর নাই।
-মুর্খতার।
৫.একটা পরীক্ষায় ---- করলেই জীবনের সব পরীক্ষা শেষ হয়ে যায় না।
-খারাপ
৬.বুলেটের থাকে ---- অনেক বেশি শক্তিশালী।
-ব্যালট
৭.------ সঙ্গে স্বাস্থ্যের একটি নিবিড় যোগাযোগ রয়েছে।
-পরিবেশের।
৮.যত বেশি দেশ ঘুরছি নিজের দেশের প্রতি ---- বাড়ছে।
-ভালোবাসা
৯.যে ঘরে ---- আছে, যে ঘরে শৃঙ্খলা আছে।
-মা
১০.বাড়ির কর্তা অতিথিদের আসন না দিয়ে গ্যাট হয়ে বসে থাকলে –
-উৎসব পরিপূর্ণ রূপ নিয়ে দেখা দেয় না
১১.------ শিল্পকে অনুমোদন দেয়া উচিত।
-পরিকল্পিত ও যোগ্য।
১২.একজন কবি প্রকাশ করেন তার ---
-জনগণের অস্পষ্ট অনুভূতি।
১৩.----- বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আদর্শ।
-জাতীয়তাবাদ।
১৪.প্রতিভা ও মেধা --- ই জিনিস।
-এক
১৫.যেখানে ---- আছে, সেখানে স্বাধীনতাও আছে।
-আইন
১৬.সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ----- ভূমিকাও গুরুত্বপূর্ণ।
-ভাষার
১৭.দন্ডদাতা --- যবে সমান আঘাতে আসে।
-কাঁদে।
১৮.পাখিরা বাসা বাঁধে লতাপাতা দিয়ে, মানুষ বাসা বাঁধে ---- দিয়ে।
-লোহা-লক্কড়।
১৯.যে বই পড়ে না তার মধ্যে ---- বোধ জন্ম নেয় না।
-মনুষ্যত্ব
২০.--- ই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
-ভন্ডরা।

Re: BCS প্রস্তুতির জন্য মানসিক দক্ষতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-০৩

Posted: Mon Feb 08, 2021 1:28 pm
by asad
চালিয়ে যান