Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6277
সবচেয়ে বড় কুমড়ো
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের চাষী এ্যালেক্স নোয়েল বিশ্বের সবচেয়ে বেশি ওজনের কুমড়ো ফলিয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দেয়। কুমড়োটির ওজন ২,২৯৪ পাউন্ড। কুমড়োটি সম্প্রতি ব্রিটেনের টপসফিল্ড মেলায় প্রদর্শন করা হয়।

শীর্ষ সংবাদ সম্মেলন
১০ অক্টোবর ২০১৯ ইউক্রেনের প্রেসিডেন্ট ভাদিমির জেলেনস্কি ১২ ঘন্টার বেশি সময় ধরে সংবাদ সম্মেলনের বিশ্ব রেকর্ড গড়েন। এর আগে এ রেকর্ডটি ছিল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর। তিনি সাত ঘন্টা যাবৎ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দিয়েছিলেন।

বিশ্বের ‘প্রথম’ উপন্যাসের হারানো অংশের খোঁজ
জাপানি উপন্যাস দ্য টেল অব গেঞ্জিকে বিশ্বের সবচেয়ে পুরানো উপন্যাস বলে মনে করা হয়। একাদশ শতাব্দীতে লেখা ঐ মহাকাব্যের কিছু অংশ হারিয়ে গিয়েছিল। জাপানের রাজধানী টোকিওর একটি বাড়ির জিনিসপত্র রাখার ঘর থেকে সম্প্রতি উপন্যাসটির হারানো একটি অধ্যায় খুজে পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারনা, ১০১০ সালের দিকে উপন্যাসটি লেখা হয়েছিল। এর লেখক নারী ঔপন্যাসিক মুরাসাকি শিকিবুই। উপন্যাসটির গল্প জাপানের এক সম্রাটের ছেলে হিকারু গেঞ্জির রাজনৈতিক অধঃপতন এবং প্রণয়ঘটিত বিষয় নিয়ে আবর্তিত হয়েছে।

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]