Page 1 of 1

প্রাইমারী ও বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশের রিপোর্ট-সমীক্ষা সংক্রান্ত তথ্য: পার্ট-০২

Posted: Sun Feb 07, 2021 11:53 am
by maynul91
সামরিক শক্তি র‌্যাঙ্কিং ২০২১
প্রকাশ: জানুয়ারি ২০২১
প্রকাশক: Global Fire Power.
প্রতিবেদনের শিরোনাম: 2021 Military Strength Ranking.
সূচক তৈরির পদ্ধতি: সাতটি ক্যাটগরির ভিত্তিতে এ তালিকা করা হয়, সেগুলোর মধ্যে আবার ৬০টি সূচক প্রণয়ন করা হয়েছে। তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক প্রণয়ন করা হয়েছে। তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্রপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়।
সূচকে শীর্ষ ৫ দেশ:
১.যুক্তরাষ্ট্র
২.রাশিয়া
৩.চীন
৪.ভারত ও
৫.জাপান
সূচকে সর্বনিম্ন ৫ দেশ
১৩৮.ভুটান
১৩৭.লাইবেরিয়া
১৩৬. সোমালিয়া
১৩৫.সিয়েরা লিওন
১৩৪.সুরিনাম
সার্কভুক্ত দেশের অবস্থান
৪.ভারত
১০.পাকিস্তান
৪৫.বাংলাদেশ
৭৫.আফগানিস্তান
৭৯.শ্রীলংকা
১১৮.নেপাল ও
১৩৮.ভুটান

গণতন্ত্র প্রতিবেদন
প্রকাশ: ডিসেম্বর ২০২০
প্রকাশ: Varieties of Democracy Institute.
প্রতিবেদনের শিরোনাম: Democracy Report 2020
অন্তর্ভুক্ত দেশ: ১৭৯ টি।
প্রতিবেদন অনুযায়ী: উদার গণতন্ত্র সূচক ও নির্বাচনী গণতন্ত্র সূচকে শীর্ষ ও সর্বনিম্ন ১০ দেশ এবং সার্কভুক্ত দেশের অবস্থান।

শীর্ষ ১০ দেশ
র‌্যাঙ্ক – দেশ – দেশ
১ – ডেনমার্ক – ডেনমার্ক
২.এস্তোনিয়া – এস্তানিয়া
৩- সুইডেন – কোস্টারিকা
৪-সুইজারল্যান্ড – বেলজিয়াম
৫-নরওয়ে – ফ্রান্স
৬- বেলজিয়াম – লুক্সেমবার্গ
৭- পর্তুগাল – স্পেন
৮ – কোস্টারিকা – সুইডেন
৯-স্পেন -নরওয়ে
১০- নিউজিল্যান্ড – নিউজিল্যান্ড