Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6272
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল: ২০২১-২০২৫ সাল।
পরিকল্পনার মূল্যায়নের জন্য ১৫টি ক্ষেত্রে পরিবীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে ১০৪টি সূচক নির্ধারণ করা হয়।
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় প্রেক্ষিতে পরিকল্পনা।
বাস্তবায়নের লক্ষ্যে গৃহিতব্য চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম পরিকল্পনা।
বাস্তবায়নের ব্যয়: ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা
অভ্যন্তরীণ উৎস: ৫৭,৪৮,৩৯০ কোটি টাকা
বৈদেশিক উৎস ৭,৪৭,৫৯০ কোটি টাকা
মোট খরচের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১২,৩০,১২০ কোটি টাকা এবং ব্যক্তি খাত থেকে ৫২,৬৫,৮০০ কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হয় ।
কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
বৈদেশিক কর্মসংস্থান: ৩২ লাখ ৫০ হাজার
দেশীয় ৮০ লাখ ৫০ হাজার।
কোন সালে কত কর্মসংস্থান: ২০২১ সালে ২১ লাখ ৬০ হাজার
২০২২ সালে ২২ লাখ ৩০ হাজার
২০২৩ সালে ২৩ লাখ ৩০ হাজার
২০২৪ সালে ২৪ লাখ ২০ হাজার
২০২৫ সালে ২৫ লাখ ৩০ হাজার
বার্ষিক গড় জিডিপির প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা: ৮,৫১%
কোন সালে কত জিডিপি: ২০২০-২১ অর্থবছরে ৭.৪০%, ২০২১-২২ অর্থবছরে ৭.৭০%, ২০২০-২১ অর্থবছরে ৭.৪০%, ২০২১-২২ অর্থবছরে ৭.৭০%, ২০২২-২৩ অর্থবছরে ৮%, ২০২৩-২৪ অর্থবছরে ৮.৩২% এবং ২০২৪-২৫ অর্থবছরে ৮.৫১%।
মূল্যস্ফীতি হবে ৪.৮%।
কোন সালে কত মূল্যস্ফীতি: ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্খবছর পর্যন্ত পর্যায়ক্রমে মূল্যস্ফীতি হবে ৫.৪%, ৫.৩%, ৫.২%, ৪.৯%, এবং ৪.৮%।
বিনিয়োগের লক্ষ্য মোট জিডিপির ৩৭.৪%।
কর জিডিপির অনুপাত হবে ১২.৩০%
প্রত্যাশিত গড় আয়ু হবে ৭৪ বছর।
বিদ্যুৎ উৎপাদন ৩০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে।
দ্রারিদ্র: দ্রারিদ্রের হার ১৫.৬%

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]