Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6254
১.কোনটি শুদ্ধ বানান?
-দ্বন্দ্ব।
২.রমজানের ঐ রোজার শেষ এল খুশির ঈদ গানটি কার রচনা?
-কাজী নজরুল ইসলাম ।
৩.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
-জোছনা ও জননীর গল্প।
৪.বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন কে?
-বেগম রোকেয়া।
৫.ভাষা আন্দোলনভিত্তক কবর নাটকটির রচয়িতা কে?
-মুনীর চৌধুরী ।
৬.ঠোট কাটা বাগধারার অর্থ কী?
-স্পষ্ট ভাষী।
৭.পরিমিত ব্যয় করে যে এককথায় প্রকাশ কী হবে?
-মিতব্যয়ী
৮.পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৯.সূর্য শব্দের সমার্থক শব্দ কী?
-দিনমনি
১০.গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-গো+এষণা
১১.হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ?
-গুজরাটি।
১২.মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক কোনটি?
-পায়ের আওয়াজ পাওয়া যায়।
১৩.কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
-কপালকুন্ডলা।
১৪.অনুরাগ শব্দের বিপরীত শব্দ কী?
-বিরাগ।
১৫.শেষের কবিতা কোন শ্রেণির রচনা?
-উপন্যাস
১৬.বাংলা ভাষায় ব্যবহৃত কয়টি মাত্রাহীন বর্ণ কয়টি?
-১০টি।
১৭.কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থ থেকে রচিত?
-অগ্নিবীণা।
১৮.শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষণ পদ?
-পাহাড়ী ।
১৯.অসীম শব্দটির বিপরীত শব্দ কোনটি?
-সসীম।
২০.জীবনন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
-রূপসী বাংলা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    374 Views
    by mousumi
    0 Replies 
    1951 Views
    by romen
    0 Replies 
    229 Views
    by raihan
    0 Replies 
    933 Views
    by kajol
    0 Replies 
    920 Views
    by sajib

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]