Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6229
১.মেইনফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করে কোন প্রতিষ্ঠান?
-আইবিএম।
২.ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয় কত দশকে?
-বিংশ শতাব্দীর ৬০-৭০ এর দশকে।
৩.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে?
-টিম বার্নাস-লি।
৪.ই-লার্নিং এর পূর্ণরূপ কী?
-ইলেকট্রনিক লার্নিং।
৫.ই-গভর্ন্যান্স কী?
-শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগ।
৬.বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কী?
-ফেসবুক।
৭.ফেসবুক কত সালে চালু হয়?
-৪ ফেব্রুয়ারি ২০০৪।
৮.বাংলাদেশ বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে প্রেরণ করে কত সালে?
-১১ মে ২০১৮।
৯.ই-বুক বা ইলেকট্রনিক বুক কী?
-মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।
১০.মাল্টিমিডিয়া কী?
-মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় ।
১১.এডোবি ফটোশপ প্রোগ্রামটি ব্যবহার করা হয় কীসের জন্য?
-কিম্পউটারের ছবি সম্পাদনের জন্য ।
১২.এডোবি ইলেকট্রন প্রোগ্রামটি ব্যবহার করা হয় –
-ছবি আঁকা, নকশা প্রণয়ন, লোগো ও অন্যান্য ডিজাইন তৈরিতে।
১৩.ইন্টারনেট চালু হয় কত সালে?
-১৯৬৯ সালে।
১৪.কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় কী?
-বাস।
১৫.প্রথম আইসি চিপ ব্যবহার করা হয় –
-তৃতীয় প্রজন্মের কম্পিউটারে।
১৬.কম্পিউটারের ভাইরাস কী?
-একটি ক্ষতিকর প্রোগ্রাম।
১৭.এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি করা হয় -
-হাইব্রিড কম্পিউটার।
১৮.কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয় –
-ষাটের দশক থেকে ।
১৯.তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে?
-জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
২০.একটি ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক কী?
-পিক্সেল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    248 Views
    by rafique
    0 Replies 
    248 Views
    by raihan
    0 Replies 
    715 Views
    by tamim
    0 Replies 
    566 Views
    by raja
    0 Replies 
    553 Views
    by mousumi

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]