Page 1 of 1

বিসিএস ও সকল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ থেকে MCQ: পর্ব-০৫

Posted: Thu Feb 04, 2021 3:41 pm
by shanta
১.কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ?
-মানুষ
২.হাতভারী বাগধারার অর্থ কী?
-কৃপণ
৩.জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কী?
-স্থাবর।
৪.কোনটি শুদ্ধ বানান?
-গৃহিণী
৫.তপোবন এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-তপঃ+বন
৬.বাংলাদেশ স্বপ্ন দ্যাখে কাব্যগ্রন্থটি কার রচনা?
-শামসুর রহমান।
৭.হনন করার ইচ্ছা । এক কথায় কী হবে?
-জিঘাংসা।
৮.পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি?
-অবনি
৯.অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
-বিপরীত।
১০.কোন বানানটি শুদ্ধ?
-বিভীষিকা।
১১.যিনি বক্ততা দানে পটু-
-বাগ্মী।
১২.বাক্যের মৌলিক উপাদান কতটি?
-শব্দ
১৩.মৌমাছি কোন সমাস?
-কর্মধারয় সমাস।
১৪.বিমান কোন ভাষার শব্দ?
-তৎসম।
১৫.বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কতটি?
-১১টি।
১৬.ইতিহাস বিষয়ে অভিজ্ঞা যিনি –
-ইতিহাসবেত্তা।
১৭.কোনটি শুদ্ধ বানান?
-দ্বন্দ্ব।
১৮.অসীম শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
-সসীম।
১৯.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?
-১০টি।
২০.শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষণ পদ?
-পাহাড়ী ।

Re: বিসিএস ও সকল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ থেকে MCQ: পর্ব-০৫

Posted: Sat Feb 06, 2021 3:32 pm
by amjad
লেখাটা খুব ভাল হয়েছে