Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6203
১.বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়?
-মৌলভিবাজার জেলায়।
২.বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
-সীতাকুন্ড, চট্টগ্রাম
৩.বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ময়মনসিংহ।
৪.বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
-১,১২৫ জন।
৫.মগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদি নিবাস ছিল কোথায়?
-আরাকান, মিয়ানমার।
৬.বাংলাদেশের যে দুটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক –
-খাসিয়া ও গারো।
৭.পাঙন উপজাতি কোথায় বাস করে?
-মৌলভিবাজার।
৮.বাংলাদেশের সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির ঘোষণা করে কত বছরের জন্য?
-১ বছর।
৯.বাংলাদেশে সবচেয়ে বেশি সিল্ক উৎপন্ন হয়?
-রাজশাহীতে।
১০.গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত কে?
-হোসেন সোহারাওয়ার্দী ।
১১.বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
-ভারত
১২.বাংলাদেশে ইপিজেড এর কার্যক্রম শুরু হয় কোন সালে?
-১৯৮৩
১৩.বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
-বর্ধমান হাউজ।
১৪.ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী এর রচয়িতা কে?
-Abul Fazal
১৫.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়?
-বগুড়া
১৬.শিক্ষার মূল লক্ষ কী?
-মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ
১৭.কোন বাংলাদেশি প্রথম সাতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
-ব্রজেন দাস
১৮.বর্তমানে কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয়?
-মিয়ানমার
১৯.সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে?
-৬২%
২০.বাংলাদেশ বেতার এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-আগারগাও, ঢাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    856 Views
    by tamim
    0 Replies 
    313 Views
    by shahan
    0 Replies 
    291 Views
    by rafique
    0 Replies 
    1195 Views
    by sajib
    0 Replies 
    1422 Views
    by rajib

    আবশ্যক: সরকারী বিধি মোতাবেক পূর্ব বড়ালী শাহজাহান […]

    আবশ্যক: ১৯৬৬ সালে স্থাপিত ঢাকা- দোহার মহাসড়ক সংলগ[…]

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    গাজীপুর সিটি কর্পোরেশন'র আওতাধীন পূবাইল থানার কামা[…]