Page 1 of 1

বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-০৪

Posted: Wed Feb 03, 2021 2:12 pm
by Ksaddam32843
১.চর্যাপদে প্রাধান্য পেয়েছে কোনটি?
-সাধনতত্ত্ব।
২.আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত কোনটি?
-মনসামঙ্গল
৩.লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
-দৌলত কাজী।
৪.শরৎচন্দ্রের পথের দাবি কোন ধরনের উপন্যাস?
-রাজনৈতিক।
৫.মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘নরকে লাল গোলাপ’র রচয়িতা কে?
-আলাউদ্দিন আল আজাদ।
৬.অব্যক্ত প্রবন্ধের রচয়িতা কে?
-জগদীশ চন্দ্র বসু
৭.সুফিয়া কামাল রচিত ভ্রমণকাহিনী কোনটি?
-সোভিয়েতের দিনগুলি
৮.রোহিনী কোন উপন্যাসের চরিত্র?
-কৃষ্ণকান্তের উইল
৯.নয়নচারা গল্পটি লিখেছেন কে?
-সৈয়দ ওয়ালীউল্লাহ
১০.আর্তনাদ উপন্যাসের পটভূমি কী?
-ভাষা আন্দোলন
১১.পরশুরাম কার ছদ্মনাম?
-রাজশেখর বসুর
১২.বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন কত সালে?
-৯ ডিসেম্বর ১৯৩২
১৩.বাংলা ভাষার বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
-চন্ডীদাস
১৪.শেষের কবিতা উপন্যাসটি কার রচনা?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
১৫.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?
-১০টি।
১৬.আপণ শব্দের অর্থ কী?
-দোকান।
১৭.মিতালি কোন ধরনের শব্দ?
-যৌগিক
১৮.অরণ্য শব্দের বিশ্লেষণ কী?
-আরণ্যক।
১৯.তাজমহল শব্দটি কোন দুটি ভাষার সমন্বয়ে গঠিত?
-আরবি+ফারসি।
২০.মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
-মালিকা।

Re: বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-০৪

Posted: Thu Feb 04, 2021 3:51 pm
by ali
আপনার লেখা পড়ে খুব উপকৃত হই।