Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6167
১.ICD এর পূর্ণরূপ কী?
-Inland Container Depot.
২.দেশে একমাত্র অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো প্রতিষ্ঠিত হয় কবে?
-১১ এপ্রিল ১৯৮৭ ।
৩.দেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার টার্মিনাল কোথায় অবস্থিত?
-চট্টগ্রাম
৪.দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনাল কোথায়?
-পানগাঁও, কেরাণীগঞ্জ।
৫.পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনাল কবে উদ্বোধন করা হয়?
-৭ নভেম্বর ২০১৩ ।
৬.দেশের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর অবস্থান কোথায়?
-কমলাপুর, ঢাকা।

বাংলাদেশের নদীবন্দর
১.বাংলাদেশর নদীবন্দর কতটি ও কী কী?
-৩৪টি। যথা:
১.নারায়নগঞ্জ
২.ঢাকা
৩.চাঁদপুর
৪.খুলনা
৫.বরিশাল
৬.টঙ্গী,
৭.পটুয়াখালী
৮.বাঘাবাড়ী
৯.আরিচা
১০.দৌলতদিয়া
১১.নগরবাড়ি
১২.নরসিংদী
১৩.ভোলা
১৪.মাওয়া
১৫.মীরকাদিম
১৬.নওয়াপাড়া
১৭.বরগুনা
১৮.আশুগঞ্জ-ভৈরব বাজার
১৯.চর জানাজাত
২০.ছাতক
২১.মেঘনাঘাট
২২.কক্সবাজার
২৩.ফরিদপুর
২৪.ঘোড়াশাল
২৫.শিমুলিয়া
২৬.টেকনাফ
২৭.টেকেরঘাট
২৮.চিলমারী
২৯.মজু চৌধুরীহাট
৩০.সুনামগঞ্জ
৩১.দাউদকান্দি-বাউশিয়া
৩২.রূপপুর
৩৩.মেঘাইঘাট-নাটুয়াপাড়া ও
৩৪.মীরসরাই-রাসমনি

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]

    Vacancy Announcement for the post of Chief Audit O[…]

    ] Global China Hardware & Trading Ltd. is[…]