Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6143
১.সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
-অব্যয়।
২.নিচের কোন বানানটি শুদ্ধ?
-বাল্মীক।
৩.শকুনি মামা এর অর্থ কী?
-কুচক্রী মামা।
৪.সংশয় এর বিপরীত শব্দ কোনটি?
-প্রত্যয়।
৫.উপকারীর অপকার করে যে নিচের কোনটি শুদ্ধ?
-কৃতঘ্ন
৬.ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
-রূপতত্ত্বে।
৭.বাড়ি বা রাস্তার নাম্বারের পরে নিচের কোন চিহ্নটি বসে?
-কমা।
৮.সূর্য এর প্রতিশব্দ কোনটি?
-আদিত্য।
৯.ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ! – এ বাক্যের কী এর অর্থ কী?
-বিরক্তি
১০.বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর-বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
-বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
১১.নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপোযোগী?
-নাটকে।
১২.অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কী?
-বহিরঙ্গ
১৩.কোনটি শুদ্ধ বানান?
-মুহূর্ত।
১৪.কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
-ক্রিয়া।
১৫.হাতে দুর্বা গজানো বাগধারার অর্থ কী?
-আলসেমির লক্ষণ
১৬.শুভক্ষণে জন্ম যার- এক কথায় কী হবে?
-ক্ষণজন্ম।
১৭.নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
-ডাইনী।
১৮.নীলাম্বর কোন সমাস?
-কর্মধারয়।
১৯.তিলে তৈল হয়- তিলে কোন কারকে কোন বিভক্তি?
-অপাদান কারকে ৭মী।
২০.মৌলিক শব্দ কোনটি?
-আকাশ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tasnima
    0 Replies 
    457 Views
    by sajib
    0 Replies 
    286 Views
    by kajol
    0 Replies 
    507 Views
    by afsara
    0 Replies 
    13668 Views
    by masum

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]